দেশজুড়ে

চট্টগ্রামে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

  প্রতিনিধি ৩১ মার্চ ২০২১ , ৮:৪২:২৭ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামের রাউজানে বালুবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। উপজেলার দমদমিয়া এলাকায় বুধবার (৩১ মার্চ) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

ট্রাক চালকের অসাবধানতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে দাবি স্বজনদের। ট্রাকটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

জানা গেছে, চট্টগ্রামের কাপ্তাই রাস্তার মাথা থেকে সিএনজি অটোরিকশাটি যাত্রী নিয়ে রাঙ্গুনিয়ার দিকে যাচ্ছিল। বিপরীতে রাঙ্গুনিয়া থেকে বালু বোঝাই ট্রাকটি আসছিল। ট্রাকটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই অটোরিকশার চার যাত্রী মারা যান।

নিহতদের মধ্যে মোর্শেদ ও ইদ্রিস ক্ষুদ্র ব্যবসায়ী। এছাড়া কামরুল কাঠমিস্ত্রী ও সিরাজ ড্রাইভারের কাজ করতেন। ট্রাক চালকের অসাবধানতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্বজনদের। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন তারা।

এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন। ট্রাক চালককে ধরতে অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন।

আরও খবর

Sponsered content