চট্টগ্রাম

লকডাউন দিয়ে লাভ নেই : কাদের মির্জা (ভিডিও)

  প্রতিনিধি ১৩ এপ্রিল ২০২১ , ৮:৪২:৫২ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

করোনাভাইরাস ‘নিত্যসঙ্গী’ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। তিনি বলেছেন, ‘করোনা আমাদের নিত্যসঙ্গী হয়ে গেছে। দুর্নীতিবাজ মন্ত্রী, এমপি, সরকারি কর্মকর্তাদের অপকর্ম, লুটপাট ও গরিবের ওপর অত্যাচারের কারণে খোদার গজব করোনা রোগ আল্লাহ দিয়েছেন। এটা থেকে রক্ষার জন্য সবাই নামাজ-রোজা করা উচিত। অন্যরা নিজ নিজ ধর্ম-কর্ম পালন করা উচিত।’

আজ মঙ্গলবার দুপুরে তার নিজ কার্যালয় বসুরহাট পৌরসভা থেকে ফেসবুক লাইভে এসে কাদের মির্জা এসব কথা বলেন।

কাদের মির্জা বলেন, ‘লকডাউন দিয়ে কোনো লাভ নেই, কেউ লকডাউন মানে না। সাবান পানি নেই, হ্যান্ড স্যানিটাইজার নেই, মাস্কও পরে না, কিসের লকডাউন? দুইবার টিকা দেওয়ার পরও করোনা আক্রান্ত হচ্ছে মানুষ। লকডাউন না দিয়ে স্বাস্থ্যবিধি প্রতিপালন করাই উচিত। আল্লাহ রক্ষা করলে আমাদের রক্ষা করতে পারেন।’

‘বড় লোকেরা বিদেশে গিয়ে চিকিৎসা করছেন। তাদের অঢেল টাকা আছে। গরিব মানুষের তো কোনো উপায় নেই। সড়ক মন্ত্রণালয়ের দুর্নীতিবাজ সচিব বেলায়েত ঠিকাদারদের থেকে চাঁদাবাজি করে ওই টাকা লন্ডনে তারেক জিয়ার জন্য পাঠায়। যারা দুর্নীতি করে তারা এখন আমার কাছে ম্যাসেজ পাঠায়, ওদের সঙ্গে আমার কোনো আপস নেই। এদের সঙ্গে আমি আপস করি কীভাবে’, বলেন তিনি।

বসুরহাট পৌরসভার মেয়র বলেন, ‘গত তিন মাস পর্যন্ত আমার ওপর জুলুম চলছে, কোনো বিচার পাচ্ছি না। এখন ম্যাসেজের পর ম্যাসেজ পাঠায় তারা। এসব দুর্নীতিবাজদের সঙ্গে আমার কোনো আপস নেই। এখানে প্রশাসন দুর্নীতি ও ব্যবসায়ীদের জরিমানা করলে সব প্রতিষ্ঠান বন্ধ করে ব্যবসায়ীরা চলে যাবে। কিসের এসব জরিমানা। আমি জনগণের সঙ্গে আছি থাকব। পুলিশের ছত্রছায়ায় এখন আবার এখানে মাদক ব্যবসা ও নারী ব্যবসাসহ সব অপকর্ম চলছে।’

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা খিজির হায়াত খানকে উদ্দেশ করে কাদের মির্জা বলেন, ‘খিজির হায়াত ইউএনও, এসিল্যান্ড, ওসির দপ্তরে যান। তার পকেটে প্রকাশ্যে অস্ত্র দেখা যায়। এই এলাকায় এখন কোনো অভিভাবক নেই। অভিভাবক থাকলে এই এলাকায় এত অরাজকতা চলত না।’

‘আমার ত্রাণ দেয়া শেষ, এখন আমি নগদ টাকা বিতরণ করছি। সবাইকে লক্ষ্য রাখতে হবে, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য যেন না বাড়ে। কেউ দ্রব্যমূল্য বাড়িয়ে জনদুর্ভোগ সৃষ্টি করলে প্রশাসন যদি কিছু না করে জনগণকে সঙ্গে নিয়ে আমি প্রতিরোধ করব’, যোগ করেন বসুরহাট পৌরসভার মেয়র।

আরও খবর

Sponsered content

লক্ষ্মীপুরে অগ্নিদগ্ধ আনিকার মৃত্যুর ৮দিন পর মায়েরও মৃত্যুবরণ

বিশ্বব্যাংকের আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে ওয়াশিংটনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

যুক্তরাষ্ট্রে ৪১ লাখ ডলার খরচ করেছে বিএনপি-জামায়াত

নন্দীগ্রামে থানার নবাগত ওসিকে ফুলেল শুভেচ্ছা

কেন্দ্রে নয়, বাসায় টিকা নিতে চান খালেদা জিয়া

সেনাবাহিনীর সাবেক মেজর সিনহার মৃত্যুর পর ৩ জনের সঙ্গে ফোনে কথা বলেন তৎকালীন বাহারছড়া তদন্ত কেন্দ্রের প্রধান লিয়াকত। এরমধ্যে ওসি ও এসপিও রয়েছে। হত্যার বিষয়ে কথা হলেও মাদক বা অস্ত্র উদ্ধারের কোন তথ্য ফোনালাপে পাওয়া যায়নি। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ঘটনায় এসপির সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাকেও আনা হবে আইনের আওতায়। টেকনাফে পুলিশের গুলিতে সেনাবাহিনীর সাবেক মেজর সিনহা নিহত হওয়ার পর বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। ঘটনা তদন্তে কাজ করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। জানা গেছে, ৩১ জুলাই রাত ৯টা ৩০ মিনিটে তৎকালীন বাহারছড়া তদন্ত কেন্দ্রের প্রধান লিয়াকত তার ব্যক্তিগত মোবাইল থেকে তৎকালীন টেকনাফ থানার ওসি প্রদীপের অফিসিয়াল নম্বরে ফোন করেন। তিন মিনিট কথা বলেন তারা। এরপর ৯ টা ৩৩ মিনিটে মালখানার ইনচার্জ কনস্টেবল আরিফের ব্যক্তিগত নম্বরে ফোন করেন। তার সাথে ১ মিনিট কথা বলেন। এরপর ৯টা ৩৪ মিনিটে কক্সবাজারের পুলিশ সুপারের ব্যক্তিগত নম্বরে ফোন করেন লিয়াকত। সেখানে তাদের কথা হয় তিন মিনিট। কথোপকথনে লিয়াকত ঘটনা সম্পর্কে এসপিকে জানান। কিন্তু সেখানে মাদক ও অস্ত্র পাওয়ার কোন কথা উল্লেখ করেননি। এরপর ওসি প্রদীপ কুমার দাসের সাথে কথা হয় এসপির। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঘটনাটি তদন্ত হচ্ছে। ঘটনায় এসপির সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাকেও আইনের আওতায় আনা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এসপির নাম যদি আসে আমরা দেখবো, যার নাম আসে দেখবো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কাউকেই ছাড় দিবেন না।’ তিনি আরো বলেন, ‘সাবেক মেজর সিনহার মৃত্যুর ঘটনা তদন্তে যারাই দোষী সাব্যস্ত হবে, তাদেরকে বিচারের আওতায় আনা হবে। তদন্তের মধ্যে যারা দোষী সাব্যস্ত হবেন কিংবা যারা দোষ করেছেন বলে প্রমাণিত হবে তাদের তদন্ত রিপোর্ট অনুযায়ী তাদের তাদের বিচার করা হবে।’ গত ৩১ জুলাই রাতে শামলাপুরের একটি পাহাড়ি এলাকায় শুটিং শেষে ফেরার পথে তল্লাশির সময় পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর সাবেক মেজর সিনহা।

Powered by