রাজশাহী

মান্দায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনার সার ও বীজ বিতরণ

  প্রতিনিধি ২০ এপ্রিল ২০২১ , ৬:১১:২৮ প্রিন্ট সংস্করণ

মান্দা (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর মান্দায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনার সার ও বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক মোল্লা।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হালিম, উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, মান্দা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, উপসহকারি কৃষি কর্মকর্তা আব্দুস সামাদ, মোজাফফর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারিমন জানান, চলতি খরিপ মৌসুমে উপজেলার ১৪ ইউনিয়নে ১ হাজার ৬০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হবে। এতে একজন কৃষককে ৫ কেজি ধান বীজসহ দেয়া হবে ২০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার।

Powered by