বিনোদন

দেশে কারফিউ চান সুবর্ণা মুস্তাফা

  প্রতিনিধি ২৩ এপ্রিল ২০২১ , ৭:১৬:৫৮ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পন ডেস্ক:

বিশ্বজুড়ে মহামারি আকার ধারণ করা করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৮৮ জন। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৩ হাজার ৬২৯ জন।

এমন পরিস্থিতিতে সম্প্রতি করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন নায়িকা কবরী, অভিনেতা এস এম মহসীন, সংগীত পরিচালক ফরিদ আহমেদ। করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন নায়ক আলমগীরসহ অনেকে।

তাই দেশের স্বার্থে আরও কড়াকড়ি লকডাউন চান সাংসদ ও জনপ্রিয় অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। সম্প্রতি এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তিনি। বলেছেন প্রয়োজনে দেশে কারফিউ জারি করা হোক।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেন, ‘লকডাউন আরো জোরাল করা উচিত। আমরা এখন পর্যন্ত মহামারির ভয়াবহতার মুখোমুখি হইনি। কিন্তু পরিস্থিতি সেদিকেই যাচ্ছি। প্রয়োজনে সরকারের উচিত কারফিউ জারি করা। জীবন সবার আগে।’

তার এই পোস্টে অনেকেই সমর্থন জানিয়েছেন। অনেকে আবার স্বল্প আয়ের মানুষের দিনযাপনকে বিবেচনায় এনে সুবর্ণার এ স্ট্যাটাসের সমালোচনা করছেন।