প্রতিনিধি ৭ মে ২০২১ , ৭:৩৭:৩৪ প্রিন্ট সংস্করণ
বগুড়ার নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রানা’র পক্ষে অসহায়-কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন, তার সহধর্মিনী বিশিষ্ট শিল্পপতি আকিলা সরিফা সুলতানা খানম।
শুক্রবার বেলা ১১ টায় নন্দীগ্রাম রানার চত্বরে জেলা পরিষদের অর্থায়নে করোনায় কর্মহীন ক্ষতিগ্রস্থদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সহায়তা হিসেবে চাল, ডাল, তেল, আলু, লবন, লাচ্ছা, চিনি, দুধ প্রদান করা হয়েছে।
এ সময় উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, পৌর আ’লীগের সভাপতি ও মেয়র আনিছুর রহমান, সাধারন সম্পাদক মুকুল হোসেন, আ’লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মোরশেদুল বারী, শফি উদ্দিন, মখলেছুর রহমান মিন্টু, জুলফিকার আলী, কালিপদ রায়, মোতাহার আলী, আনিছুর রহমান আলো, বকুল হোসেন, মোজাম্মেল হক, তীর্থ সলিল রুদ্র, মোফাজ্জল হোসেন, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সাধারন সম্পাদক কামরুল হাসান সবুজ, শ্রমিক লীগের আহবায়ক এনামুল হক, যুগ্ম-আহবায়ক সানোয়ার হোসেন, আরাফাত হোসেন, ছাত্রলীগ নেতা আবু নোমান নাদিম, আবু তৌহিদ রাজীব প্রমূখ।