রংপুর

বিরামপুরে ৩২ আসামি গ্রেফতার : ৫ জনের কারাদন্ড

  প্রতিনিধি ১১ মে ২০২১ , ৬:৩৫:০৩ প্রিন্ট সংস্করণ

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি :

বিরামপুর থানা পুলিশ ৩২ আসামিকে গ্রেফতার করেছে। এদের মধ্যে ২৭ জনকে আদালতে সোপর্দ ও ভ্রাম্যমাণ আদালতে ৫ জনকে কারাদন্ড দেয়া হয়েছে। বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, থানা পুলিশ মঙ্গলবার ভোরে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ২৭ আসামিকে গ্রেফতার করে দিনাজপুর আদালতে সোপর্দ করেছে।

এছাড়া মঙ্গলবার সকালে শহরের স্টেশন রোডের আবাসিক হোটেলে ইউএনও পরিমল কুমার সরকার ও থানার ওসি মনিরুজ্জামান অভিযান চালিয়ে অনৈতিক কাজের অভিযোগে ৫ জনকে গ্রেফতার করেন। দুপুরে ইউএনও পরিমল কুমার সরকারের ভ্রাম্যমান আদালতে ৩ পুরুষ ও ২ নারীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেয়া হয়েছে। পুলিশ তাদেরকে দিনাজপুর কারাগারে পাঠিয়েছে।

 

 

আরও খবর

Sponsered content