বাংলাদেশ

যে শর্তে চালু হচ্ছে হোটেল-রেস্তোরাঁ

  প্রতিনিধি ২৩ মে ২০২১ , ১:০৯:৩৭ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ

 

কোভিড-১৯ সংক্রমণ রোধে চলমান লকডাউনের বিধি নিষেধ কিছুটা শিথিল করেছে সরকার।  নতুন দুটি শর্ত যোগ করে লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে।  নতুন বিধিনিষেধ অনুযায়ী, দীর্ঘদিন বন্ধ থাকার পর শর্তসাপেক্ষে চালু হচ্ছে হোটেল, রেস্তোরাঁ।

রোববার মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন অধিশাখা থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

এতে বলা হয়েছে, আন্তঃজেলাসহ সব যানবাহন চলাচল করবে অর্ধেক যাত্রী নিয়ে।  তবে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে।

হোটেল, রেস্তোরাঁ ও খাবার দোকান খুলে দেওয়া হবে।  তবে আসন সংখ্যার অর্ধেক সেবাগ্রহীতা সেবাগ্রহণ করতে পারবেন।

এর আগে সর্বাত্মক লকডাউন চলাকালে হোটেল-রেস্তোরাঁ বন্ধ ছিল।  এ কারণে দুর্ভোগ পোহাতে হয়েছে সেবা গ্রহীতাদের।

মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. রেজাউল করিম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়েছে, করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯ সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে পূর্বের সব বিধিনিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় ২৩ মে মধ্যরাত থেকে আগামী ৩০ মে মধ্যরাত পর্যন্ত এ বিধিনিষেধ আরোপের সময়সীমা বাড়ানো হলো।

মার্চের শেষ দিকে দেশে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়।  করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার প্রথমে ৫ এপ্রিল থেকে সাত দিনের জন্য গণপরিবহন চলাচলসহ বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ জারি করেছিল। পরে তা আরও দুদিন বাড়ানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত কঠোর বিধিনিষেধ দিয়ে ‘সর্বাত্মক লকডাউন’ শুরু হয়।  সেটি পরে ২৮ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়। পরে আরও তিন দফা লকডাউনের মেয়াদ বাড়ানো হয়। সে সময়ে বিধিনিষেধের শর্তেও নানান পরিবর্তন আনা হয়।

সেই মেয়াদ শেষ হবে আজ রোববার মধ্যরাতে।

আরও খবর

Sponsered content