প্রতিনিধি ৭ জুন ২০২০ , ৮:১২:৪৪ প্রিন্ট সংস্করণ
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনে করোনা ভাইরাসের নমুনা সংগহের জন্য ডক্টরস সেফটি চেম্বারের উদ্বোধন করেছেন ঝিনাইদহ–৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল।
রোববার দুপুরে নিজ অর্থায়নে মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনে করোনা ভাইরাসের নমুনা সংগহের জন্য ডক্টরস সেফটি চেম্বার দু’টি বিতরণ করেন সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ, পৌর মেয়র আব্দুর রশিদ খান, সহকারী কমিশনার (ভূমি) সুজন সরকার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ আনজুমান আরা, স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও ডাঃ আকবার আলীসহস্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মকর্তা বৃন্দ।