বাংলাদেশ

লকডাউন দিতে পারবে স্থানীয় প্রশাসন: মন্ত্রিপরিষদ সচিব

  প্রতিনিধি ৩১ মে ২০২১ , ৪:১৭:৩৪ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

করোনা সংক্রমণ বিবেচনায় প্রয়োজনে স্থানীয় প্রশাসন লকডাউন দিতে পারবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সোমবার (৩১ মার্চ) দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

মন্ত্রিপরিষদ সচিব জানান, কোনো এলাকায় করোনাভাইরাসের পরিস্থিতি খারাপ হলে স্থানীয় প্রশাসন, সিভিল সার্জন ও জনপ্রতিনিধিরা মিলে পুরো জেলা বা আংশিক এলাকায় লকডাউন দিতে পারবেন। এ বিষয়ে পরিষ্কার নির্দেশনা দেওয়া হয়েছে।

খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, সীমান্তবর্তী হাসপাতালগুলোতে সেবা নিশ্চিতে ডিজি হেলথকে নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক গণমাধ্যম কর্মীদের জানান, যেখানেই সংক্রমণের ঊর্ধ্বগতি হবে সেখানেই স্বাস্থ্য মন্ত্রণালয় লকডাউন দেওয়ার সুপারিশ করবে। আর এতে দেরি করলে সংকট তৈরির আশঙ্কা আছে। সারাদেশে যাতে সংক্রমণ ছড়িয়ে না পড়ে সেজন্য লকডাউন দেওয়া উচিত বলেও মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী।

আরও খবর

Sponsered content

পাঁচবিবিতে বিনামূল্যে সার-বীজ বিতরণ পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ২৩শ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার, বীজ ও কীটনাশক ওষুধ বিতরণ করা হয়। মঙ্গলবার উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এসব কৃষি প্রণোদনা বিতরণ করা হয়। উপজেলা পরিষদ হলরুমে নির্বাহী অফিসার বরমান হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের সাংসদ আলহাজ এ্যাড. সামছুল আলম দুদু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল, সহকারি কমিশনার (ভূমি) এম এম আশিক রেজা, প্যানেল মেয়র নূর হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. লুৎফর রহমান, উপজেলা আ.লীগ সভাপতি আ. বকর সিদ্দিক মন্ডল, পৌর আ.লীগ সভাপতি এস কে আব্দুল হক ও প্রেসক্লাবের সভাপতি আ. হালিম সাবু।

মঠবাড়িয়ায় বণিক সমিতির পকেট কমিটি বাতিলের দাবীতে মানববন্ধন

মঠবাড়িয়ায় বণিক সমিতির পকেট কমিটি বাতিলের দাবীতে মানববন্ধন

ব্যয় বাড়াতে দেশে উন্নয়ন কাজে বিলম্বের ট্রেডিশন রয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

আজ আমজাদ হোসেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী

র‍্যাবের সাবেক দুই কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

র‍্যাবের সাবেক দুই কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস প্রচেষ্টা বিশ্বের রাষ্ট্রপ্রধানদের ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত : এমপি শাওন