বরিশাল

মঠবাড়িয়ায় প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ

  প্রতিনিধি ৪ জুলাই ২০২১ , ৮:০৪:০৫ প্রিন্ট সংস্করণ

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ

দেশে চলমান করোনা মহামারীর এই করুন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক উপহার হিসেবে পিরোজপুরের মঠবাড়িয়ায় কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন।

রোববার দুপুরে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি কমিশনার (ভূমি) আকাশ কুমার কুন্ডু মঠবাড়িয়া পৌর শহরের দক্ষিণ বন্দর, পৌরসভা চত্ত্বর ও বাস ষ্ট্যান্ড এলাকায় শারীরিক দূরত্ব বজায় রেখে ২ শতাধিক প্রান্তীক দিন মজুরদের হাতে ১০ কেজি করে চাল ও নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেন। এ সময় ওসি নূরুল ইসলাম বাদল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার,আনসার, রেড ক্রিসেন্ট এর সদস্যরা ও বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।