দেশজুড়ে

করোনা আক্রান্ত স্ত্রীর লাশ হাসপাতালে ফেলে পালালো স্বামী 

  প্রতিনিধি ৮ জুলাই ২০২১ , ৭:০৫:১৬ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ

স্ত্রী অসুস্থ হওয়ার পর স্বামীই নিয়ে এসেছিলেন। চট্টগ্রাম মেডিক‌েলে হাসপাতালে আনার পর জানা যায় স্ত্রী করোনায় আক্রান্ত। এরপর হাসপাতাল থেকে পালিয়ে যান স্বামী মোজাম্মেল।

স্বামী ফেলে যাওয়ার পর আজ বৃহস্পতিবার (৮ জুলাই) আসমা আক্তারের (৩৮) মৃত‌্যু হয়েছে। আসমা মারা যাওয়ার পর স্বামী মোজাম্মেলের মোবাইলে হাসপাতাল থেকে বার বার ফোন করলেও সেটি বন্ধ পাওয়া যায়। পরে কোয়ান্টাম ফাউন্ডেশন আসমার লাশ দাফনের ব্যবস্থা নেয়।

কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক শরিফুল ইসলাম জানান, বৃহস্পতিবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আসমা আক্তারের। মৃত আসমা আক্তারের বাড়ি ডবলমুরিং থানার আগ্রাবাদ এলাকার মৌলভীপাড়ায়। করোনা পজেটিভ হওয়ায় গত মঙ্গলবার (৬ জুলাই) সকালে চমেক হাসপাতালে আসমা আক্তারকে ভর্তি করিয়ে স্বামী মোজাম্মেল পালিয়ে যায়।

তিনি আরও জানান, মারা যাওয়ার পর আসমার স্বামীর মোবাইল নম্বরে বার বার যোগাযোগ করলেও সেটি বন্ধ পাওয়া যায়। পরে হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে খবর পেয়ে লাশের দায়িত্ব গ্রহণ করে কোয়ান্টাম ফাউন্ডেশন।