ঢাকা

শুধু চতুর্থ তলাতেই ৪৯ লাশ

  প্রতিনিধি ৯ জুলাই ২০২১ , ৬:৫৯:০৮ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় শুধু চতুর্থ তলা থেকেই শুক্রবার ৪৯টি লাশ উদ্ধার করেছেন ফায়ার ব্রিগেডের কর্মীরা।

ফায়ার সার্ভিস হেড কোয়ার্টারের উপ-পরিচালক অপারেশন অ্যান্ড মেইটেন্যান্স দেবাশীষ বর্মণ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, চতুর্থ তলা থেকে ৪৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। লাশগুলো এমনভাবে পুড়ে গেছে যে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হচ্ছে না।

তিনি বলেন, আমরা পর্যায়ক্রমে ৫ম ও ৬ষ্ঠ তলা তল্লাশি করে দেখব আর কোনো লাশ আছে কিনা। এখনো কিছু বলা যাচ্ছে না। প্রতিষ্ঠানের চারতলা থেকে এই লাশগুলো প্যাকেট করা হয়েছে। সেখানে লাচ্ছি ও লিচু সেকশন ছিল।

কর্ণগোপ এলাকায় সজীব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হাসেম ফুড লিমিটেড  কারখানায় প্রায় সাত হাজার শ্রমিক কাজ করেন। সাততলা ভবনে থাকা কারখানাটির নিচতলার একটি ফ্লোরের কার্টন থেকে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। একপর্যায়ে আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় এখন পর্যন্ত ৫৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

আরও খবর

Sponsered content