ঢাকা

রূপগঞ্জে অগ্নিকাণ্ড: আবুল হাসেমের দুই ছেলের জামিন

  প্রতিনিধি ১৪ জুলাই ২০২১ , ৬:৩৭:৫১ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার সজীব গ্রুপের চেয়ারম্যান মো. আবুল হাসেমের দুই ছেলে জামিন পেয়েছেন। তারা হলেন- তাওসীব ইব্রাহীম ও তানজীম ইব্রাহীম।

 

বুধবার বিকেলের দিকে চার দিনের রিমান্ড শেষে তাদের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুনের আদালতে পাঠানো হয়। পরে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

এর আগে অগ্নিকাণ্ডের ঘটনায় মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন- সজীব গ্রুপের চেয়ারম্যান মো. আবুল হাসেম (৭০), তার ছেলে হাসীব বিন হাসেম ওরফে সজীব (৩৯), তারেক ইব্রাহীম (৩৫), তাওসীব ইব্রাহীম (৩৩), তানজীম ইব্রাহীম (২১), শাহান শান আজাদ (৪৩), মামুনুর রশিদ (৫৩) ও মো. সালাউদ্দিন (৩০)।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত সজীব গ্রুপের সেজান জুস কারখানার ছয়তলা ভবনে লাগা আগুনে ৫২ জন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। ওই ঘটনায় আহত হয়েছেন আরো ২৫ জন শ্রমিক। মর্মান্তিক এই ঘটনায় শনিবার রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা করে পুলিশ। সে মামলায় সজীব গ্রুপের চেয়ারম্যান হাসেমসহ আট আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

আরও খবর

Sponsered content