প্রতিনিধি ১৯ জুলাই ২০২১ , ৬:৪৮:৩০ প্রিন্ট সংস্করণ
মতিন রহমান, বকশীগঞ্জ(জামালপুর) প্রতিনিধিঃ
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের শারীরিকভাবে চলাচল করতে অক্ষম হতদরিদ্র ২১ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
২০২০-২১ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন তহবিলের (এডিপি) অর্থায়নে উপজেলার প্রতিবন্ধীদের মাঝে এসব হুইল চেয়ার বিতরণ করা হয়।
রোববার সকালে বকশীগঞ্জ উপজেলা পরিষদের আয়োজনে,উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে সামনে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুন মুন জাহান লিজা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব হুইল চেয়ার বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার। বিশেষ অতিথি হিসাবে বকশীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাশ ও উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।