বরিশাল

শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবীতে পটুয়াখালীতে ইসলামী আন্দোলনের মানববন্ধন ও সমাবেশ

  প্রতিনিধি ৩ সেপ্টেম্বর ২০২১ , ৭:৪৭:৫৯ প্রিন্ট সংস্করণ

পটুয়াখালী প্রতিনিধিঃ

স্কুল, কলেজ, মাদরাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবীতে পীর সাহেব চরমোনাই এর আহবানে মানববন্ধন ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার নেতা, কর্মী ও সমর্থকবৃন্দ।

আজ ২ সেপ্টেম্বর বৃহষ্পতিবার বেলা ১১ টায় পটুয়াখালী প্রেক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন পালনকালে বক্তব্য রাখেন ইসলামী আন্দেলন বাংলাদেশ জেলা কমিটির সভাপতি মুফতি হাবিবুর রহমান, সাধারন সম্পাদক আর.আই. এম অহিদুজ্জামান, কাজী গোলাম সরোয়ার, মাওলানা আবুল হাসান বোখারী, মাওলানা আনসারুল্লাহ, মে. সেলিম মিয়া, অধ্যক্ষ মো. নাজমুল হুদা, মাওলানা নজরুল ইসলাম, মাস্টার আঃ হাকিম, ছাত্র আন্দোলনের সভাপতি মো. নজরুল ইসলাম, জাতীয় শিক্ষক ফোরামের সহ-সভাপতি উপাধ্যক্ষ মো. জসিম উদ্দিন প্রমুখ। বক্তারা অবিলম্বে স্কুল, কলেজ, মাদরাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার আহবান জানান।