রাজশাহী

বাগাতিপাড়ায় শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবি জানিয়ে র‌্যালি ও আলোচনা সভা

  প্রতিনিধি ৫ অক্টোবর ২০২১ , ১০:০৯:২৯ প্রিন্ট সংস্করণ

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :

নাটোরের বাগাতিপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস পালনের জন্য আয়োজিত অনুষ্ঠানে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবি জানিয়েছেন শিক্ষক-কর্মচারী নেতৃবৃন্দ। মঙ্গলবার উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির উদ্যোগে দিবসটি পালন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়ি ভাড়া বৃদ্ধি, বেতন বৈষম্য দূরীকরণ, রাষ্ট্রীয়ভাবে শিক্ষক দিবস পালনসহ বিভিন্ন দাবি জানান। এসব যৌক্তিক দাবির প্রতি নৈতিক সমর্থণ জানান উপজেলা চেয়ারম্যান এবং ইউএনও।

অনুষ্ঠানের শুরুতে এক র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে জিমনেসিয়ামে আলোচনা সভায় সমিতির সভাপতি সাজেদুর রহমান সাজ্জাদের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, ইউএনও প্রিয়াংকা দেবী পাল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহাদ আলী, প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, প্রধান শিক্ষক কায়সার ওয়াদুদ বাবর, সহকারি শিক্ষক সাইফুল ইসলাম, সহকারি শিক্ষক আলমগীর হোসেন প্রমুখ।

আরও খবর

Sponsered content

Powered by