প্রতিনিধি ১৫ অক্টোবর ২০২১ , ৫:২৬:০৫ প্রিন্ট সংস্করণ
ভোরের দর্পণ ডেস্ক:
কুমিল্লায় পূজা মণ্ডপে হামলার দায় ভার সরকারকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। সেইসঙ্গে কুমিল্লায় পূজা মণ্ডপে হামলায় সাম্প্রদায়িক সম্প্রতি রক্ষায় সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি।
আজ শুক্রবার কুমিল্লায় ঘটনাস্থল পরিদর্শন শেষে গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি নানুয়া দীঘিরপাড়, দেশওয়ালী পট্টি, কাপড়িয়া পট্টি ও ঘোষগাঁও গ্রাম পূজামণ্ডপ পরিদর্শন করেন।
ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘এতগুলো পুলিশের মাঝে কীভাবে এই ঘটনা ঘটে? এ ঘটনা আমাদের জন্য ন্যক্কারজনক। এ পর্যন্ত একটি ঘটনারও বিচার হয়নি। তাদের দ্রুত বিচারের আওতায় আনা দরকার। লোক দেখানো বিচার করে কোনো লাভ হবে না। জনগণকে সঙ্গে নিয়ে ১৫ দিনের মধ্যে এর সুরাহা করা উচিত।’
তিনি বলেন, ‘নরেন্দ্র মোদীর প্রতি মানুষের ঘৃণা অছে। দেশের মানুষসহ আমরা বলেছিলাম তাকে না আনতে। ক্ষুব্ধ মানুষের আবেগ ও দাবি প্রত্যাখান করে সরকার তাকে দেশে আনে। তার প্রতি ক্ষোভ থেকেও এমন ঘটনা ঘটতে পারে। না হলে বাংলাদেশের ইতিহাসে যে ঘটনা নেই তা ঘটবে কেন?’
তিনি আরও বলেন, ‘ইসলামের কোথাও অন্য ধর্মাবলম্বীদের গায়ে হাত তোলা বা পূজা মণ্ডপ ভাঙ্গার অধিকার নেই। সকল মুসলমানের পক্ষে আমি ক্ষমা চাচ্ছি।’ একই সঙ্গে তিনি এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি বন্ধসহ ব্যর্থতার দায়ভার নিয়ে সরকারের পদত্যাগসহ জাতীয় সরকার গঠনের দাবি জানান।
এ সময় ডা. জাফরুল্লাহ চৌধুরীর সঙ্গে জোনায়েদ সাকি, শেখ রফিকুল ইসলাম বাবলু, নঈম জাহাঙ্গীর, ইশতিয়াক আজিজ ঊলফাত ও ব্যারিস্টার সাদিয়া আরমান উপস্থিত ছিলেন।