বরিশাল

বরগুনার পাথরঘাটায় পিতা-পুত্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

  প্রতিনিধি ২২ অক্টোবর ২০২১ , ৬:৩৩:০৫ প্রিন্ট সংস্করণ

সাকিল আহমেদ, পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার পাথরঘাটায় পিতা ও পুত্রের হয়রানী থেকে বাঁচতে সাংবাদিক সম্মেলন করেছেন পাথরঘাটা সদর ইউনিয়নের দুই শতাধিক ভুক্তভোগী পরিবার ।

শুক্রবার সকাল ১০ টার দিকে পাথরঘাটা উপজেলা প্রেসক্লাবে ওই এলাকার ২’শ পরিবারের পক্ষে মো. দুলাল মুন্সী লিখিত অভিযোগ পাঠ করেন।

এ সময় এলাকাবাসীর মধ্যে উপস্থিত ছিলেন, মো. শফিকুল ইসলাম, মো. হাচান, আবু মুন্সী, মাহফুজুল আলম, মজিবর মাহাবুব, নুরহোসেন, আনোয়ার ও রহিম সহ অনেক ভুক্তভোগী।

অভিযুক্ত নুরু মুন্সি উপজেলার সদর ইউনিয়নের পদ্মা এলাকার মৃত আব্দুল জব্বার মুন্সীর ছেলে ও নুরু মুন্সির ছেলে শাহিন মুন্সি।

তিনি লিখিত অভিযোগে জানান, নুরু মুন্সি ও শাহিন মুন্সি তারা দুজনে পিতাপূত্র এলাকাবাসীকে ফাঁসানোর জন্য নিজেরা ঝগড়া করে মামলা দায়ের করেন। সেই মামলায় আমাদের সাক্ষী দিয়ে পরে আবার সেই মামলায় আমাদের হয়রানী শুরু করে দেয়। ছেলে শাহিন তার স্ত্রীকে দিকে বাবা নুরু মুন্সির বিরুদ্ধে ধর্ষণ মামলা দিয়ে সেখানেও আমাদেরকে টেনে হয়রানী করে আসছে। এ নিয়ে বিভিন্ন স্থানে অভিযোগ দিয়েও কোন সমাধান পাইনি বলেও অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে আরও উল্লেখ করেন, বাবা ও ছেলে বিভিন্ন স্থানে মামলা ও অভিযোগ দিয়ে হয়রানী করে আসছে। যা সবসময় মিথ্যা প্রমানিত হয়। আমরা প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছি যাতে তাদের হয়রানী থেকে এই পরিবার গুলো বাঁচতে পারে।

নুরু মুন্সির ছোট ভাই আবু মুন্সি ভোরের দর্পনকে জানান, তার বড় ভাই ও ভাইয়ের ছেলে জন্য তাদের বংশের সহ আসপাশের প্রায় ২ শতাধীক পরিবার তাদের হয়রনীর শিকার। তারা নিজেরা ঝামেলা করে সেই ঝামেলায় আমাদের জড়িয়ে মামলা দিয়ে হয়রানী করে আসছে। আমরা এই হয়রানী থেকে রেহাই পেতে চাই।

এ বিষয়ে অভিযুক্ত নুরু মুন্সি মুঠোফোনে সকল অভিযোগ অস্বীকার করে জানান, যে সকল অভিযোগ তারা আমাদের বিরুদ্ধে দিয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমাকে হয়রানী করার জন্যই তারা এগুলো করছে। তাছাড়া উল্টো এই এলাকার লোকজন তাকে হয়রানী করে আসছে।

পাথরঘাটা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) সঞ্জয় মজুমদার ভোরের দর্পনকে জানান, এ রকম কোন অভিযোগ আমাদের কাছে এখন পর্যন্ত কেউ করেনি। কেউ যদি লিখিত অভিযোগ করে তবে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।