রাজশাহী

লালপুরে ওয়ালিয়া তরুণ সমাজের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  প্রতিনিধি ১২ ডিসেম্বর ২০২১ , ৭:১১:২২ প্রিন্ট সংস্করণ

লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে কেক কাটা ও শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণের মধ্য দিয়ে সামাজিক সংগঠন ওয়ালিয়া তরুণ সমাজের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রোববার সকালে উপজেলার ওয়ালিয়া হাকিমুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের হল রুমে ওয়ালিয়া তরুণ সমাজের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ওয়ালিয়া তরুণ সমাজের সভাপতি আশিকুর রহমান টুটুল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন ও গাছের চারা বিতরণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাম্মী আক্তার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালিয়া তরুণ সমাজের উপদেষ্টা মন্ডলীর সদস্য সাইফুল ইসলাম, মহিদুল ইসলাম মনি, মোস্তফা বায়েজিদ কাদের নয়ন, ওয়ালিয়া ইউপি’র নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব নূরে আলম সিদ্দিকী, ওয়ালিয়া হাকিমুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে অধ্যক্ষ রাকিব হোসেন, ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফারুক হোসেন, ওয়ালিয়া ইউপি’র ৪নং ওয়ার্ড এর নবনির্বাচিত সদস্য শফিকুল ইসলাম, ওয়ালিয়া তরুণ সমাজের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, কোষাধ্যক্ষ আজিবর রহমান প্রমুখ।