রংপুর

নাগেশ্বরীতে বোর্ড স্ট্যান্ড ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ

  প্রতিনিধি ৩০ ডিসেম্বর ২০২১ , ৮:১৭:২১ প্রিন্ট সংস্করণ

 

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরীতে ২০২১ শিক্ষাবর্ষের ১ম মারকাযী ইমতেহানের বোর্ড স্ট্যান্ড ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ক্বাওমী বালিকা মাদরাসা শিক্ষাবোর্ড এর আয়োজনে গতকাল বেলা ১১টায় নাগেশ্বরী সরকারি টেকনিক্যাল কলেজ মোড়স্থ অস্থায়ী কার্যালয় রহমানীয়া ক্বওমী মাদরাসায় এ অনুষ্ঠান হয়।

ক্বাওমী বালিকা মাদরাসা শিক্ষাবোর্ড এর পরিচালক মাওলানা শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং মহাসচিব মাওলানা আশফাকুর রহমান জাওহারির সঞ্চালণায় এতে বক্তব্য রাখেন নাগেশ্বরী ক্বওমী মাদরাসার মুহতামিম মাওলানা আমিনুল ইসলাম, চন্ডিপুর ক্বওমী মাদরাসার মুহতামীম মাওলানা মো. আব্দুল হান্নান কাসেমী, বাজার মসজিদেও খতিব মাওলানা মো. মোজাম্মেল হক, বাসস্ট্যান্ড জামে মসজিদ এর খতিব মাওলানা মো. হাফিজুর রহমান প্রমুখ। শেষে বোর্ড স্ট্যান্ড ছাত্রীদের মাঝে পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দ।।