রংপুর

হাবিপ্রবিতে কাউন্সেলিং প্রেরণা শীর্ষক সেমিনার শুরু

  প্রতিনিধি ৭ ফেব্রুয়ারি ২০২২ , ৬:৩১:৩৪ প্রিন্ট সংস্করণ

দিনাজপুর প্রতিনিধি : হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে নবাগত লেভেল-১, সেমিস্টার-১ এর শিক্ষার্থীদের জন্য ‘কাউন্সেলিং প্রেরণা’ শীর্ষক ৩ দিনব্যাপী সেমিনার ভার্চুয়ালি সোমবার থেকে শুরু হয়েছে।

সকাল ৯ টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসরুমে উপস্থিত থেকে উক্ত মোটিভেশনাল সেমিনারের উদ্বোধন করেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম কামরুজ্জামান।

বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার, সংশ্লিষ্ট অনুষদের সম্মানিত ডীনগণ। আরও উপস্থিত ছিলেন প্রক্টর প্রফেসর ড. মো. মামুনুর রশীদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. ইমরান পারভেজ প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকার।

 

 

আরও খবর

Sponsered content

Powered by