প্রতিনিধি ১২ মার্চ ২০২২ , ৭:২৯:২৪ প্রিন্ট সংস্করণ
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতার জন্ম শতবার্ষীকি উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল ১২ মার্চ শনিবার ভুলতা স্কুল এন্ড কলেজের উদ্যোগে বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. আব্দুল আউয়াল মোল্লা। সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যমুনা ব্যাংক ও গাজী গ্রুপের পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা, বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন, গোলাকান্দাইল ইউপি চেয়ারম্যান কামরুল হাসান তুহিন, ভুলতা ইউপি চেয়ারম্যান ব্যারিষ্টার আরিফুল হক ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মাহবুবুর রহমান মেহের, সাধারণ সম্পাদকক নাঈম ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শীলা রাণি পাল, শিক্ষক শামীমা সুলতানা উমা প্রমুখ।
পরে বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে সম্মাননা পদক এবং মহান মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর জীবনভিত্তিক চিত্রাংকন, কবিতা আবৃতি, রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।