বাংলাদেশ

বিজেপি-আ.লীগের বৈঠক, সুসম্পর্কে জোর

  প্রতিনিধি ১৫ মার্চ ২০২২ , ৫:৫০:১৮ প্রিন্ট সংস্করণ

ওবায়দুল কাদেরের নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে বিজেপির বৈদেশিকবিষয়ক বিভাগের প্রধান বিজয় মুরলীধর চাতওয়ালার বৈঠক হয়

ভোরের দর্পণ ডেস্ক:

ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি- বিজেপির বৈদেশিকবিষয়ক বিভাগের প্রধান বিজয় মুরলীধর চাতওয়ালার সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল।

আজ সোমবার (১৪ মার্চ) দুপুরে রাজধানীর একটি হোটেলে এই বৈঠকে আওয়ামী লীগের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এ সময় আরও উপস্থিত ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, কাজী জাফরউল্লাহ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এবং ঢাকায় ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

দুই পক্ষ সেখানে ঘণ্টাখানেক বৈঠক করেন।

আওয়ামী লীগ ছাড়াও ক্ষমতাসীন জোট ১৪ দলের আরও একটি প্রতিনিধি দল বিজেপি নেতার সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে ১৪ দলের নেতৃত্ব দেন আমির হোসেন আমু। তিনি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কী, আমরা কী চাই ইত্যাদি নানা বিষয়ে আলোচনা হয়েছে।’

বৈঠকে দুই দেশের মধ্যকার অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। সীমান্ত হত্যা বন্ধ, পানি বণ্টনসহ নানা বিষয়ে আলোচনা হয়।

বিজেপি নেতা বিজয় মুরলীধর চাতওয়ালা বলেছেন, তিনি বাংলাদেশের বক্তব্য তার দেশের নীতিনির্ধারকদের কাছে তুলে ধরবেন।

Powered by