প্রতিনিধি ৩১ মার্চ ২০২২ , ৮:০৮:২৪ প্রিন্ট সংস্করণ
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন সমৃদ্ধশালী দেশ। খাদ্যে সয়ংসম্পূর্ণ। শিক্ষায় উন্নত। বিদ্যুৎ, গ্যাস, পানি, চিকিৎসাসহ নাগরিক সুবিধা বিদ্যমান।
৩১ মার্চ বৃহস্পতিবার রূপগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বাংলাদেশ সল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তোরণ উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি একথাগুলো বলেন। রূপগঞ্জ উপজেলা মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহ্ নুসরাত জাহান।
সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহজাহান ভুঁইয়া, ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, কাঞ্চন পৌরসভার মেয়র আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, মুড়াপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আমানউল্লাহ আমান, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব তোফায়েল আহমেদ আলমাছ, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম.এ মোমেন, সাধারণ সম্পাদক মোঃ মকবুল হোসেন প্রমুখ।
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক আরো বলেন, শিক্ষার্থীদের মধ্যে নতুন বই, উপবৃত্তি ও মেধাবৃত্তি প্রদান। শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন। নারী জাগরণ। করোনা প্রতিরোধে ভ্যাকসিন প্রদান। স্বাস্থ্য সেবায় অগ্রণী ভ‚মিকা। আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়ন। বয়স্ক ভাতা, মুক্তিযোদ্ধা ভাতাসহ সুবিধাভোগীদের মধ্যে ভাতা প্রদান অব্যহত রয়েছে। আওয়ামীলীগ ক্ষমতায় আসলেই দেশের সার্বিক উন্নয়ন হয়। পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ী ও কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার তুলে দেওয়া হয়।