বাংলাদেশ

গণকমিশন এই মাওলানাদের নিয়ে মনগড়া তথ্য দিয়েছে: জাতীয় পার্টির সাংসদ বাবলা

  প্রতিনিধি ৭ জুন ২০২২ , ৬:৩৭:৩৬ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ

জাতীয় পার্টির সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা সীতাকুণ্ডের ঘটনা উল্লেখ করে জাতীয় সংসদে বলেছেন, একটি জনবহুল এলকায় কীভাবে রাসায়নিক দাহ্য পদার্থ থাকে। এটা খতিয়ে দেখা দরকার।

তিনি আরও বলেন, আমরা জনগণের টাকায় পদ্মা সেতু নির্মাণ করি। বিশ্ব আমাদের এজন্য প্রশংসা করে। কিন্তু আগুন নেভাতে আমাদের আধুনিক যন্ত্রপাতি নেই-এই লজ্জা রাখি কোথায়।

সোমবার একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশনে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে জাতীয় পার্টির এ সংসদ সদস্য এসব কথা  বলেন।

বাবলা বলেন, সরকারকে বলব, দেশের কল্যাণে যা করার করুন। কিন্তু সীতাকুণ্ডের ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেছে। আগুন নেভাতে আমাদের অপ্রতুলতা ও অব্যবস্থাপনা।

তিনি বলেন, আগুনের ঘটনায় হতাহত মানুষের পাশে নানান পেশার মানুষ তাদের সামর্থ্য নিয়ে ছুটে এসেছে। মাওলানারা ছুটে এসেছেন। ইসকনের লোকেরা ছুটে এসেছে। আর কোথাকার কোন হরিদাস পাল কিছুদিন আগে গণকমিশনের নামে এই মাওলানাদের মনগড়া তথ্য দিয়েছে। কে সাধু আর কে অসাধু বাংলাদেশের মানুষ সব জানে। সাহস থাকলে যেসব কুলাঙ্গার দেশের হাজার হাজার কোটি টাকা পাচার করেছে তাদের তালিকা দুদকে দেন। দেশের মানুষ আপনাদের সাধুবাদ জানাবে।

আরও খবর

Sponsered content

Powered by