প্রতিনিধি ১৩ জুন ২০২২ , ৭:০৩:২৪ প্রিন্ট সংস্করণ
বান্দরবান জেলা প্রতিনিধি:
নিয়ন্ত্রণে একযোগে কাজ করছে থানছি উপজেলা মেডিক্যাল টিম ও বিজিবি মেডিক্যাল টিম। বান্দরবান জেলা থানছি উপজেলার দুর্গম এলাকায় ডায়রিয়া ও ম্যালেরিয়ার প্রকোপে গত কয়েকদিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে শিশু,পুরুষ ও মহিলা সহ এ পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে ১৩ই জুন (সোমবার) জেলা সিভিল সার্জন ডাঃ নিহাররঞ্জন নন্দী বিষয়টি নিশ্চিত করেন।
বান্দরবান সিভিল সার্জন নিহার রঞ্জন নন্দী”র সাথে যোগাযোগ করা হলে তিনি ভোরের দর্পন কে বলেন থানছির আক্রান্ত এলাকাগুলো দুর্গম হওয়ার কারনে যোগাযোগ ব্যবস্থায় আমাদের কিছুটা অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। তারপরও সাধ্যের মধ্য, চেষ্টার কোন ত্রুটি নেই জানিয়ে তিনি বলেন থানছি উপজেলা মেডিকেল টিম বিজিবি মেডিকেল টিম এর সাথে সমন্বয় করে রাতদিন কাজ করতেছে,তাদেরকে পর্যাপ্ত ঔষধ ও পানি বিশুদ্ধ করন ট্যাবলেট বিতরণের জন্যে দেয়া হয়েছে। আশা করছি দ্রুত ডায়রিয়া নিয়ন্ত্রণে চলে আসবে।
এসময় তিনি আরো বলেন এসকল এলাকায় বসবাসকারী জনসাধারণের জন্য সুপেয় পানির ব্যাবস্থা গ্রহনে জনস্বাস্থ্য প্রকৌশল সহ সংশ্লিষ্ট বিভাগকে এগিয়ে আসতে হবে।
এছাড়া ডায়রিয়ায় আক্রান্ত হয়ে শিশু সহ পাঁচ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন রেমাক্রী ইউনিয়নের চেয়ারম্যান মুই শৈ থুই মার্মা। তিনি বলেন শুস্ক মৌসুমে যেমন পানির সংকট তেমনি বর্ষা মৌসুমে স্থানীয় বসবাসকারী জনসাধারণের পানির সংকট না হলেও প্রবাহ মান ঝিড়ি-ঝর্ণা-খাল থেকে দুষিত পানি পান করার কারনে তারা ডায়রিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। ইতিমধ্যে মেম্বারদের মাধ্যমে ডায়রিয়া আক্রান্ত দুর্গম এলাকায় ঔষধপত্র পাঠানোর ব্যাবস্থা গ্রহন করা হয়েছে,তাছাড়া দুর্গম এলাকায় সার্বক্ষণিক ব্রাক এর সেচ্ছাসেবীরা আক্রান্তদের বিভিন্ন ভাবে সেবা প্রদান করছে।
এদিকে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮বিজিবি) এর অধীনস্থ তিন্দু ইউনিয়নের অংসাউপাড়া নামক এলাকার গরিব ও দুস্থ জনসাধারণের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পেইন আয়োজন করা হয়। বলিপাড়া ব্যাটালিয়ন ৩৮ বিজিবি এর মেডিকেল অফিসার ক্যাপ্টেন সাকিবুর রহমানের নেতৃত্বে একটি মেডিকেল দল উক্ত মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন।
মেডিকেল ক্যাম্পেইনে দুর্গম এলাকার বিভিন্ন পাহাড়ি সম্প্রদায়ের মোট ১৪০ জন রোগীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয় বলে জানা যায় ।
এদিকে থানছি উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ ওয়াহিদুজ্জামান মুরাদ বলেন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যু হওয়ার খবর আমরা পেয়েছি। থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে ম্যালেরিয়া ও ডায়রিয়া জনিত আক্রান্ত রোগীদের জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে যথেষ্ট পরিমানে, খাবার স্যালাইন সহ ঔষধ ও লোকবল পাঠানো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে একটি মেডিক্যাল টিম ফ্রি চিকিৎসা সেবা প্রদানের জন্য ১ নং রেমাক্রী ইউনিয়নের দুর্গম এলাকা বড়মদক, আন্ধ্যারমানিক, নারিচা পাড়া,মেন থাং পাড়াসহ বিভিন্ন পাড়া এলাকায় অবস্থান করছে।