আন্তর্জাতিক

পার্থকে অব্যাহতি দিয়ে শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব নিলেন মমতা

  প্রতিনিধি ২৮ জুলাই ২০২২ , ৬:২২:৫৭ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ

পশ্চিমবঙ্গের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে। বৃহস্পতিবার এক সরকারি ঘোষণায় এ তথ্য জানায় নবান্ন। ওই ঘোষণা অনুযায়ী এখন থেকে শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

সরকারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় পাহাড় সমান দুর্নীতির অভিযোগে অবশেষে পশ্চিমবঙ্গের শিল্প বাণিজ্য, তথ্য প্রযুক্তি এবং পরিষদীয় মন্ত্রণালয় থেকে সরিয়ে দেয়া হলো মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। আপাতত সব মন্ত্রণালয় নিজের হাতে রাখবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

বৃহস্পতিবার বেলা ৩টার দিকে মন্ত্রিসভার বৈঠক থেকে এমন সিদ্ধান্তর কথা জানিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা। গ্রেপ্তারের ছয়দিন পরে মন্ত্রিত্ব থেকে অপসারিত হলেন পার্থ।

এদিকে মন্ত্রিত্ব খোয়ানোর পরে আজই দলীয় পদও খোয়াতে পারেন পার্থ চট্টোপাধ্যায়। আজ বিকেল ৫টায় তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক ডেকেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

ধারণা করা হচ্ছে, এই বৈঠকেই পার্থর দলীয় মহাসচিব পদ এবং শৃঙ্খলা রক্ষা কমিটির সদস্যপদ বহাল রাখা হবে কিনা তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। সূত্রের খবর তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার করা হতে পারে পার্থ চট্টোপাধ্যয়কে।