দেশজুড়ে

গৌরীপুরে যুব দিবস পালিত

  প্রতিনিধি ১ নভেম্বর ২০২২ , ৬:৫৩:১১ প্রিন্ট সংস্করণ

 

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:

“প্রশিক্ষিত যুব উন্নত দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ শ্লোগান কে প্রতিপাদ্য করে গৌরীপুর উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস পালন করা হয়েছে।

ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায় মঙ্গলবার (১ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা চত্বর হতে একটি বণার্ঢ্য র্র্যালী শহর প্রদক্ষিন করে স্থানীয় পাবলিক হলে এক আলোচনা সভা, সনদ ও ঋণের চেক বিতরন অনুষ্টিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেযারম্যান সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, পৌর প্যানেল মেয়র নাজিম উদ্দিন, সাংবাদিক মো.হুমায়ুন কবির, উদ্দীপন সংগঠকের সভাপতি আন্জুমান আরা, ঋণ গৃহিতা মৎস্য চাষী শামীম আহাম্মেদ, সেলাই প্রশিক্ষক সুমি আক্তার প্রমুখ।

অনুষ্ঠান শেষে বিভিন্ন পর্যায়ের প্রশিক্ষণর্থীদের মাঝে সনদ ও ঋণের চেক বিতরন করা হয়।

আরও খবর

Sponsered content