খেলাধুলা

নতুন মাইলফলকের সামনে মেসি

  প্রতিনিধি ৩ ডিসেম্বর ২০২২ , ৮:০২:২৭ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক :

আরও একটি রেকর্ডের অপেক্ষায় লিওনেল মেসি। কাতার বিশ্বকাপে আজ শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। কাতারের আহমেদ বিন আলী স্টেডিয়ামে রাত ১টায় ম্যাচটি শুরু হবে।

আর্জেন্টিনার জার্সিতে আজ ১৬৯তম ম্যাচ খেলতে নামবেন মেসি। তিনি বার্সেলোনার হয়ে সবচেয়ে বেশি ৭৭৮টি ম্যাচ খেলেছেন। তার বর্তমান ক্লাব প্যারিস সেন্ট জার্মেইতে খেলেছেন ৫৩টি।

মেসিকে ঘিরেই এবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে আর্জেন্টিনা। দ্বিতীয় রাউন্ড তথা শেষ ষোলোতে ওঠা প্রতিটি দলের জন্যই এখন প্রতিটি ম্যাচ অঘোষিত ফাইনালের মতো।

জিতলে কোয়ার্টার ফাইনাল এরপর সেমিফাইনাল অত:পর ফাইনাল। আর হারলেই বিদায়। এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে পা ফসকে গেলে বিদায় নিশ্চিত হয়ে যাবে। আর যারা নিজেদের সর্বোচ্চ উজাড় করে দিয়ে খেলতে পারবে তারাই টিকে থাকবে।

আরও খবর

Sponsered content

স্বরূপকাঠিতে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রীর অনুদান প্রদান

স্বরূপকাঠিতে কর্মহীন পরিবারের পাশে দাড়িয়েছে সাদেকাহ ফাউন্ডেশন 

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ৪ দিনব্যাপী ছাপচিত্র কর্মশালা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে নতুন করে ৩ জন করোনায় আক্রান্ত

চাঁদপুরে চলন্ত ট্রেনের ধাক্কায় মোটরবাইক থেকে পড়ে গিয়ে ছাত্রলীগ নেতা নিহত

পাঁচবিবিতে বিনামূল্যে সার-বীজ বিতরণ পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ২৩শ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার, বীজ ও কীটনাশক ওষুধ বিতরণ করা হয়। মঙ্গলবার উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এসব কৃষি প্রণোদনা বিতরণ করা হয়। উপজেলা পরিষদ হলরুমে নির্বাহী অফিসার বরমান হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের সাংসদ আলহাজ এ্যাড. সামছুল আলম দুদু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল, সহকারি কমিশনার (ভূমি) এম এম আশিক রেজা, প্যানেল মেয়র নূর হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. লুৎফর রহমান, উপজেলা আ.লীগ সভাপতি আ. বকর সিদ্দিক মন্ডল, পৌর আ.লীগ সভাপতি এস কে আব্দুল হক ও প্রেসক্লাবের সভাপতি আ. হালিম সাবু।