প্রতিনিধি ২৬ ডিসেম্বর ২০২২ , ৮:৪০:১০ প্রিন্ট সংস্করণ
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর মহাদেবপুরে উপজেলার চাঁন্দাশ ইউপির ৬ নং ওয়ার্ডের প্রতিবন্ধি গ্রামপুলিশ সবিজ উদ্দীন মন্ডলের অবসরজনিত ও ইউপি সচিব বিমল চন্দ্র সরকারের বদলিজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার বিকেলে চাঁন্দাশ ইউনিয়ন পরিষদে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে চাঁন্দাশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মাহমুদান নবী রিপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মহাদেবপুর থানার অফিসার ইনচার্জা (ওসি) মো. মোজাফ্ফর হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহাদেবপুর থানা প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক গোলাম রসুল বাবু, বাংলাদেশ মফসল সাংবাদিক ফোরাম মহাদেবপুর উপজেলা শাখার সভাপতি বরুন মজুমদার, সদ্য বদলিকৃত চাঁন্দাশ ইউপি সচিব বিমল চন্দ্র সরকার ও অবসরকৃত ৬ নং ওয়ার্ডের গ্রামপুলিশ সবিজ উদ্দীন মন্ডল।