রাজশাহী

শিবগঞ্জে পৃথক দুটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের সংবর্ধনা

  প্রতিনিধি ২৬ ডিসেম্বর ২০২২ , ৮:৪৯:৪৯ প্রিন্ট সংস্করণ

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার শিবগঞ্জে গেøাবাল মডেল স্কুলের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ইসলাহুল উম্মাহ মাদরাসার ১২৬ দিনের কুরআনের হাফেজা ছাত্রীকে পৃথকভাবে সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলার পিরব বাজারে সবুজবাগ এলাকায় অবস্থিত গ্লোবাল মডেল স্কুলের আয়োজনে সোমবার অত্র বিদ্যালয় চত্বরে এসএসসির কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিশিষ্ট ব্যবসায়ী ও অত্র বিদ্যালয়ের সহ-সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজের সহকারী অধ্যাপক সৈয়দ মোস্তফা কামাল। এসময় আরো বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের পরিচালক শফিক সরদার, প্রধান শিক্ষক শাহজাদা কামাল হাসান শাওন, সাবেক প্রধান শিক্ষক দিলবর আলী, শিক্ষক নবীর উদ্দিন, মাহমুদুল, আমিনুল, রাশেদুল ইসলাম, মেরিনা আক্তার।

অপরদিকে, আমতলী ইসলাহুল উম্মাহ মাদরাসার আয়োজনে ১২৬ দিনের কুরআন এর হাফেজা মোছা. তাবাস্্সুমকে সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা অত্র মাদরাসার প্রতিষ্ঠাতা মুহাতামিম মুফতি মো. ওমর ফারুকের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ ইউপি চেয়্যারমান শহিদুল ইসলাম শহিদ। বক্তব্য রাখেন মাও. মুহাম্মাদ ওবায়দুর রহমান, হাফেজ মিজানুর রহমান, জাহিদুল ইসলাম প্রমুখ।

আরও খবর

Sponsered content

Powered by