রাজশাহী

লালপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত

  প্রতিনিধি ২ জানুয়ারি ২০২৩ , ৪:২৯:০৩ প্রিন্ট সংস্করণ

লালপুর (নাটোর) প্রতিনিধিঃ

“উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রার দেশ গড়বো সমাজসেবায়” এই প্রতিপাদ্যকে সমানে রেখে নাটোরের লালপুরে জাতীয় সমাজসেবা দিবস উদ্যাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০২ জানুয়ারী) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে র‌্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সাভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার সামীমা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ইসাহাক আলী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লাবনী সুলতানা, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মোতালেব সরকার প্রমুখ।