প্রতিনিধি ১৭ জানুয়ারি ২০২৩ , ৫:৩৩:৫৭ প্রিন্ট সংস্করণ
ভোরের দর্পণ ডেস্ক :
কানাডিয়ান প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের কয়েক হাজার কোটি টাকার আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে আলোচিত মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আংশিক শুনানি হয়েছে। তবে চার্জশুনানি শেষ না হওয়ায় আগামী ৩০ জানুয়ারি পরবর্তী দিন ধার্য করেন আদালত।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমানের আদালতে চার্জশুনানির আংশিক শুনানি হয়। তবে শেষ না হওয়ায় আগামী ৩০ জানুয়ারি চার্জশুনানির পরবর্তী দিন ধার্য করেন আদালত। খালেদা জিয়ার আরেক আইনজীবী হান্নান ভূঁইয়া এসব তথ্য জানান।