চট্টগ্রাম

চসিক মেয়রের সাথে চবি যোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ

  প্রতিনিধি ১ এপ্রিল ২০২৩ , ৩:২৮:৫৯ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম ব্যুরো :

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরীর সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ২০২৩-২০২৫ কার্যকরী পরিষদের নবনির্বাচিত নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার (৩০ মার্চ) মেয়রের কার্যালয়ে উক্ত মতবিনিময় সভা হয়। শুরুতে সিইউসিএজেএএ-এর সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম শিমুলের নেতৃত্বে অ্যালামনাই নেতৃবৃন্দ চসিক মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় সভায় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি হামিদ উল্লাহ, সহ-সভাপতি মিয়া মোহাম্মদ আরিফ, সাধারণ সম্পাদক মো. নুর উদ্দিন আলমগীর, সাংগঠনিক সম্পাদক রাশেদ এইচ চৌধুরী, কার্যকরী সদস্য দিলরুবা রেনু এবং অ্যালামনাই সদস্য উত্তম সেন গুপ্ত উপস্থিত ছিলেন। এছাড়া চসিকে কর্মরত যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম এবং জনসংযোগ ও প্রটোকল কর্মকর্তা আজিজ আহমদ অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন।