নিয়াজ মাহমুদ জয়, ভোলা প্রতিনিধি:
ভোলার দৌলতখানে অভিযান চালিয়ে ৫ এপ্রিল বুধবার তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম মোঃ জাহাঙ্গীর। তিনি দৌলতখান পৌরসভা ১ নং ওয়ার্ডের মোঃ রহিমের ছেলে। গ্রেপ্তার ব্যক্তিকে আগামীকাল আদালতে সোপর্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকির হোসেন বলেন, দৌলতখান সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যৌতুক মামলায় আসামি মোঃ জাহাঙ্গীর কে আদালত যৌতুক নিরোধ আইনের দোষী সাব্যস্ত করে ২ বছরের সশ্রম কারাদণ্ড ও ৩০০০ টাকা জরিমানা করেন। আদালতের রায় পরই দৌলতখান পৌরসভা ১ নং ওয়ার্ড থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামীকে গ্রেপ্তার করে পুলিশ।