চট্টগ্রাম

বান্দরবানে মেধাবী শিক্ষার্থীদের উন্নয়ন বোর্ডের শিক্ষাবৃত্তি প্রদান

  প্রতিনিধি ১১ এপ্রিল ২০২৩ , ২:৪০:১২ প্রিন্ট সংস্করণ

বান্দরবান প্রতিনিধি :
বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম উন্নয় বোর্ডের আয়োজনে ২১-২২ অর্থবছরে জেলার মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১১ই এপ্রিল মঙ্গলবার সকালে জেলার অরুন সারকী টাউন হলে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  বলেন জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিলো দেশের স্বাধীনতা ও অর্থনৈতিক মুক্তি,দেশ স্বাধীন হয়েছে আমাদের এখনো অর্থনৈতিক মুক্তি আশে নি।দারিদ্রতা নির্মুলে দেশে শিক্ষার হার বৃদ্ধি করতে হবে,মেধাবী শিক্ষিত জনশক্তি দেশের দারিদ্রতা বিমোচনে কাজ করবে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর দেয়া ৭৫ হাজার টাকা দিয়ে ১২ জন শিক্ষার্থী নিয়ে  শুরু হয়েছিলো বান্দরবান সরকারি কলেজের যাত্রা,বঙ্গবন্ধুর তনয়া বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিক্ষাবান্ধব নীতির কারনে এই সরকারি কলেজে এখন আধুনিক শিক্ষা ব্যাবস্থায় অনার্স-মাস্টার্স করার ব্যাবস্থা আছে।১২ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করা এই কলেজে এখন ৮-৯ হাজার শিক্ষার্থী লেখা পড়ার সুযোগ পাচ্ছে।এছাড়াও জেলা ও উপজেলাতে গড়ে উঠেছে সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়।যার একমাত্র অবদান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মন্ত্রী বলেন পার্বত্য বান্দরবানে এখন মেয়েদের জন্য শিক্ষা গ্রহণে নানা মুখি পদক্ষেপ বাস্তবায়ন হচ্ছে ল,গড়ে উঠেছে মেয়েদের জন্য নার্সিং কলেজ,কারিগরি কলেজ,টেকনিক্যাল কলেজ।শিক্ষার্থীদের প্রতি দৃষ্টি দিয়ে বীর বাহাদুর বলেন মেধাবীরা
পার্বত্য মন্ত্রী বলেন আজকের শিক্ষার্থীরা আগামি দিনের দেশের এক একটি সম্পদ,আগামীতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের শিক্ষা বৃত্তির পরিমান আরো বাড়ানোর জন্য উন্নয়ন বোর্ডের প্রতি সুপারিশ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অতিরিক্ত সচিব ভাইস চেয়ারম্যান নুরুল আলম চৌধুরী বলেন ১৯৭৬ সাল হতে পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করে আসছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড,আগে মেন্যুয়েল ভাবে শিক্ষার্থীরা আবেদন করলেও ২০১৭ সাল হতে অনলানে আবেদন পত্র গ্রহণ করা হচ্ছে।পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন বোর্ড বৃত্তি প্রদানের ক্ষেত্রে কোন বৈষম্য না করে পাহাড়ের পত্যন্ত অঞ্চলের জেলা ও উপজেলা গুলোর মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করে আসছে।
এবার পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আওতা  ২১-২২ অর্থ বছরে শিক্ষাবৃত্তির জন্য চুড়ান্তভাবে তিন পার্বত্য জেলা ও উপজেলা ভিত্তিক  কলেজ পর্যায়ে ৯২০ জন,বিশ্ববিদ্যালয় পর্যায়ে ১২৭৩ জন শিক্ষার্থীদের সর্বমোট ২ কোটি  শিক্ষাবৃত্তির টাকা প্রদান করা হয়েছে।
প্রতি বছরের মতো এবার পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড হতে বান্দরবান জেলার ৭ টি উপজেলায় কলেজ পর্যায়ে ৩০৩ জন শিক্ষার্থীদের ৭ হাজার টাকা করে ২১ লক্ষ ২১ হাজার  এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ৪২২ জনকে ১০ হাজার টাকা করে ৪২ লক্ষ  ২২ হাজার টাকা করে মোট ৭২৫ জন শিক্ষার্থীদের  সর্বমোট ৬৩ লক্ষ ৪১ হাজার টাকা  শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
বৃত্তি প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উন্নয়ন বোর্ডের উপ-সচিব  জসিম উদ্দীন,জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহ আলম,অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা আইসিটি) মোঃ ফজলুর রহমান,বান্দরবান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ নুরুল আবছার চৌধুরী। উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বিন  ইয়াসির আরাফাত।
এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের উর্ধতন কর্মকর্তা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।