প্রতিনিধি ১৪ এপ্রিল ২০২৩ , ৩:৪৪:০৯ প্রিন্ট সংস্করণ
মতিন রহমান,বকশীগঞ্জ(জামালপুর)প্রতি
আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধমূলক কর্মকান্ড রোধ করার জন্য জামালপুরের বকশীগঞ্জ পৌরসভা এলাকা ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা আওতায় আনা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বকশীগঞ্জ পৌর এলাকার সিসি ক্যামেরা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ এমপি।
শুক্রবার(১৪ এপ্রিল)১১টা বকশীগঞ্জ পৌরসভা কার্যালয়ে পৌরসভার ব্যাবস্থাপনায় সিসি ক্যামেরা স্থাপনের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার,উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লুৎফুন নাহার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শাহীনা বেগম, থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা সহ সকল ওয়ার্ডের কাউন্সিলরগণ,পৌর কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর জানান,ইতোমধ্যে পৌর এলাকার মূল পয়েন্টে ক্যামেরা বসানোর কাজ শেষ হয়েছে পর্যায়ক্রমে পৌর এলাকার সকল গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরার আওতায় আনা হবে । পৌর এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে এবং অপরাধীদের কার্যকলাপ নিয়ন্ত্রনে আনাসহ পৌর বাসীর নিরাপত্তার কথা চিন্তা করেই সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।