খুলনা

পাইকগাছায় জমে উঠেছে কোরবানীর পশুরহাট

  প্রতিনিধি ২৪ জুন ২০২৩ , ৬:৫০:৫৩ প্রিন্ট সংস্করণ

আবুল হাসেম পাইকগাছা :

খুলনার পাইকগাছায় জমে উঠেছে কুরবানীর পশুরহাট।
গত কাল n প্রথম শুরু হয়েছে গদাইপুর পশুরহাট। গদাইপুর পশুর বাজারে আলোচনায় কালোষাড়। সব থেকে বড় গরু কালোষাড়। কোরবানির পশুর হাটে প্রথম দিন কাঁপিয়েছে ফ্রিজিয়ান জাতের এ ষাঁড়টি।দাম হাঁকিয়েছে পাঁচ লাখ টাকা, তিন লাখ ষাট হাজার টাকা দাম হয়েছে বলে জানা গেছে। ইতোমধ্যে নজর কেড়েছে সবার।কালোষাড়টি দেখতে ভীড় করছে সবাই।বিশাল আকৃতির এ ষাঁড়টি উচ্চতায় সাড়ে ৫ ফুট, লম্বায় ৭ ফুট, বেড় প্রায় ১১০ ইঞ্চি। বছর তিনেক বয়স। প্রতিদিন চাউলের খুদ,ভূষি,পালিশ, কাচা ঘাষসহ সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে তৈরি খাবারের পেছনেই প্রতিদিন খরচ হয় চার থেকে পাচ শত টাকা। প্রতিদিন নিয়ম করে গোসল করানোসহ পরিচর্যা করতে লোক রাখা আছে।  গরুর মালিক পাইকগাছার গদাইপুর গ্রামের কুতুব উদ্দিন। তিনি মুক্তির মোড়ের মসজিদের ইমাম। গরুর কোন নাম আছে কিনা জানতে চাইলে গরুর লালন পালনকারি বলেন, গরুর মালিক হুজুর তাই গরুর নাম রাখা হয়নি। তবে কালোষাড় বলে সাড়া পড়েছে।তাই গরুটির দরদাম কেমন হয়, তা জানার জন্য মানুষের অনেক কৌতূহল।

Powered by