প্রতিনিধি ১৩ জুলাই ২০২৩ , ৬:৫৯:৫১ প্রিন্ট সংস্করণ
ভোরের দর্পণ ডেস্ক :
মার্কিন আন্ডার সেক্রেটারি আজরা জেয়ার নেতৃত্বে আসা প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
বৈঠকে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কোনো কথা হয়েছে কিনা- জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে কোনো কথা হয়নি। তারাও জিজ্ঞেস করেননি, আমারও বলার প্রয়োজন হয়নি।’
মন্ত্রী বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে কথা হয়েছে। এই আইন নিয়ে আমি আগেও যে কথা বলেছি, সেই কথাগুলোই আজ আমি তাদের বলেছি। আমি আগেও যে রকম বলেছি, এই আইন সেপ্টেম্বরের মধ্যে সংশোধন করা হবে, আমিও সেই কথাই তাদের প্রকারান্তরে জানিয়েছি।’
আনিসুল হক আরও বলেন, ‘সংবিধানের ১১৮ অনুচ্ছেদের ক্ষমতাবলে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগের যে আইনটি করা হয়েছে, সেটি নিয়ে কথা বলেছি। আমি এটিও বলেছি, গত পঞ্চাশ বছরে বাংলাদেশে এমন আইন হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার এ আইন করেছে। উপমহাদেশের অন্য কোনো দেশে এ আইন নেই।’
তিনি জানান, বৈঠকে গাজীপুরের শ্রমিক নেতা শহিদুল ইসলাম হত্যার সুষ্ঠু তদন্ত চেয়েছে মার্কিন প্রতিনিধি দল।
আনিসুল হক বলেন, ‘উনারা শহিদুল ইসলামের মৃত্যু নিয়ে কথা বলেছেন। আমি তাদের অত্যন্ত পরিষ্কারভাবে বলেছি, বাংলাদেশে আগের সংস্কৃতি নাই যে, বিচার হবে না। বাংলাদেশে এখন যে কোনো অপরাধের তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার হয় এবং তাই হবে।’
মানবাধিকার নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান আইনমন্ত্রী।
প্রতিনিধি দলে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ও যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) এশিয়া ব্যুরোর উপ-সহকারী প্রশাসক অঞ্জলি কৌর উপস্থিত ছিলেন।