প্রতিনিধি ১৫ জুলাই ২০২৩ , ৭:৫৯:৫৩ প্রিন্ট সংস্করণ
কামরুল ইসলাম দুলু.সীতাকুণ্ড(চট্টগ্রাম) :
৬৫ দিনের সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ শিকার করতে যাওয়ায় চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযান চালিয়ে ৭০ কেজি সামুদ্রিক মাছ এবং ১৫ হাজার মিটার জাল জব্দ করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর। শনিবার দুপুরে উপজেলার বাঁশবাড়িয়া এবং সলিমপুর ঘাটে উক্ত অভিযান পরিচালনা করা হয়। জব্দকৃত মাছ এতিমখানায় বিতরণ করা হয় এবং জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো: কামাল উদ্দীন চৌধুরী, কোষ্ট-গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার ইয়াকুব, এনুমেরেটরস রাসেল, রুবেল ও সাদেক।