ময়মনসিংহ

বকশীগঞ্জে নিয়োগ বাণিজ্যের অভিযোগে, প্রধান শিক্ষক সহ ১৭ জনের বিরুদ্ধে মামলা

  প্রতিনিধি ৩ আগস্ট ২০২৩ , ৪:৪৮:২১ প্রিন্ট সংস্করণ

বকশীগঞ্জে নিয়োগ বাণিজ্যের অভিযোগে, প্রধান শিক্ষক সহ ১৭ জনের বিরুদ্ধে মামলা
প্রধান শিক্ষক নুর মোহাম্মদ

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ভাটি খেওয়ারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদের বিরুদ্ধে ভুয়া নিয়োগ বাণিজ্যসহ সীমাহীন দূর্নীতি ও ক্ষমতার অপব্যহারের অভিযোগ উঠেছে। তার এই দূর্নীতির কাজে সহয়তা করার জন্য উক্ত বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্জ্ব শাহিনা বেগম এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহ ১৭ জনের বিরুদ্ধে বকশীগঞ্জ সহকারি জজ আদালত জামালপুরে মামলা দায়ের করেছেন একই বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোস্তাইন বিল্লাহ।

মামলা সূত্রে জানা গেছে মোস্তাইন বিল্লাহ বিগত ১৫ বছর থেকে সহকারি প্রধান শিক্ষক হিসেবে চাকুরি করে আসছে। প্রধান শিক্ষক মোটা অংকের টাকার বিনিময়ে মোস্তাইন বিল্লাকে পদোবনতি করে তার বড়ভাই নুরুল আমীন আকন্দকে অবৈধভাবে সহকারি প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছেন। অপরদিকে মোটা অংকের নিয়োগ বাণিজ্যের মাধ্যমে নিয়োগবিধি লংঙ্ঘন করে সাবিনা ইয়াছমীন, মর্জিনা আক্তার, আব্দুল লতিফ, জাহিদুল ইসলাম, মাসুদুর রহমানকে সহকারি শিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

উক্ত অভিযোগের প্রেক্ষিতে সহকারি শিক্ষক ছাইদুল্লাহ খান শিক্ষামন্ত্রনালয়ে অভিযোগ দায়ের করে। দূর্নীতি পরায়ন প্রধান শিক্ষক নুর মোহাম্মদের তদবীরে ঐ অভিযোগটি দামাচাপা পড়ে যায়। সে কারনে ওই বিদ্যালয়টি দূর্নীতির অভয়ারণ্যে পরিনত হয়েছে। একারনে স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ আবুল কালাম এমপির নির্দেশে ৯ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ওই তদন্ত কমিটির তদন্ত প্রতিবেদনে জানাযায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ছাত্র ছাত্রীদের মাঝে ট্যাব বিতরণে অনিয়ম,উপবৃত্তি বিতরণের অনিয়ম,ফরম ফিলাপের টাকা আতœসাৎ বিদ্যালয়ের আসবাবপত্র পানির পাম্প, পানির ট্যাংক, সিলিং ফ্যান, নিজের বাসায় ব্যাবহার করেন প্রধান শিক্ষক নুরমোহাম্মদ।

অপরদিকে প্রতিবছর অভিনব কায়দায় ভুয়া রেজিষ্টেশন, ভুয়া ফরম ফিলাপ করে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে থাকে।

উল্লেখিত ঘটনাগুলি তদন্তে প্রমানিত হলেও অদৃশ্যকারনে কোন প্রতিকার হচ্ছেনা। তাই প্রতিকারের আশায় এই দূর্নীতির ঘটনাটি অবশেষে আদালত পর্যন্ত গড়িয়েছে। বিজ্ঞ আদালত প্রধান শিক্ষক সহ সংশ্লিষ্ট সকলকে কারন দর্শানোর নির্দেশ দিয়েছে।

আরও খবর

Sponsered content