রংপুর

দিনাজপুরে শুরু হচ্ছে প্যানেল মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  প্রতিনিধি ২৬ আগস্ট ২০২৩ , ৮:১৫:২৮ প্রিন্ট সংস্করণ

দিনাজপুরে ১ম বারের মত শুরু হতে যাচ্ছে প্যানেল মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট। এর উদ্বোধন উপলক্ষে শুক্রবার দিনাজপুর উপশহরস্থ প্যারাডাইস কমিউনিটি সেন্টারে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক প্যানেল মেয়র আবু তৈয়ব আলী দুলাল। আয়োজনে শাপলা যুব ও ক্রীড়া সংঘ। প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র আবু তৈয়ব আলী দুলাল, দিনাজপুর জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক আকতারুজ্জামান, দিনাজপুর পৌর আ.লীগের সভাপতি এ্যাড. শামীম আলম সরকার বাবু, টুর্নামেন্টের আহবায়ক দিনাজপুর শিক্ষাবোর্ড কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. মাসুদ আলম, পিএমএন ক্যাবল টিভির স্বত্বাধিকারী মাহমুদুন নবী পলাশ, ক্রীড়া সংগঠক আবু তাহের, সহিদুল হক সেন্টু, আব্দুল্লাহ আল আমিন সৌরভ, পৌর যুবলীগের সহ-সভাপতি সিরাজুস সালেকীন রানা, টুর্নামেন্টের সদস্য সচিব রাফায়েত হোসেন রাফু প্রমুখ।

এ ছাড়াও বিভিন্ন ক্রীড়া সংগঠকসহ অন্যান্য নেতৃবৃন্দ টুর্নামেন্টটি সুন্দর ও সুষ্ঠুভাবে উদ্বোধন ও সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন মতামত ব্যক্ত করেন। উল্লেখ, আগামী সেপ্টেম্বর মাসে ৮ তারিখে সম্ভাব্য টুর্নামেন্টটির উদ্বোধন হওয়ার সম্ভাবনা।

আরও খবর

Sponsered content