প্রতিনিধি ৭ সেপ্টেম্বর ২০২৩ , ৫:৫৩:৩১ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামে ডেঙ্গুতে আবারও দুইজনের মৃত্যু ঘটেছে এবং সনাক্ত হওয়া ১৩৮জন চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) মৃত্যু ও আক্রান্তের এ খবর নিশ্চিত করেছে জেলা সিভিল সার্জন কার্যালয়। গত ২৪ ঘন্টায় মারা যাওয়া দু’জন হলেন আকলিমা আক্তার (৩৬) এব এনামুল হক (৪৬)।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, মৃত দুই জনের মধ্যে আকলিমা আক্তার নগরের ইম্পেরিয়াল হাসপাতালে গত ৬ সেপ্টেম্বর ভর্তি হন। অন্যদিকে এনামুল হক চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হন। দুইজনই গতকাল রাতে মারা যান।