চট্টগ্রাম

চট্টগ্রামে যুবলীগ নেতা খুন

  প্রতিনিধি ১০ সেপ্টেম্বর ২০২৩ , ৬:০৩:৪৩ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামে যুবলীগ নেতা খুন

তুচ্ছ ঘটনায় কথা কাটাকাটির এক পর্যায়ে ছুরিকাঘাতে এক যুবলীগ নেতা খুনের ঘটনা ঘটেছে।

রোববার (১০ সেপ্টেম্বর) দুুপুর ২টার দিকে চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানাধীন সরাইপাড়া এবতেদায়ি মাদ্রাসার সামনে পুকুরপাড়ে এই ঘটনা ঘটে। নিহত মো. হোসেন (৪৫) একই থানার ১২ নম্বর সরাইপাড়া আব্দুস সালাম দফাদার বাড়ির মৃত নুরু মিয়ার ছেলে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পশ্চিম বিভাগের উপকমিশনার (ডিসি) জসিম উদ্দিন বলেন, কথা কাটাকাটির এক পর্যায়ে নিহত হোসেনকে ছুরিকাঘাত করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মো. হোসেন স্থানীয় যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে তথ্য পেয়েছি।

আরও খবর

Sponsered content