চট্টগ্রাম

চট্টগ্রাম চিড়িয়াখানায় প্রথমবারের মতো জলহস্তী

  প্রতিনিধি ২৩ সেপ্টেম্বর ২০২৩ , ৫:৫০:৩৪ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম চিড়িয়াখানায় প্রথমবারের মতো জলহস্তী

চট্টগ্রামের চিড়িয়াখানা নতুন আসা জলহস্তী দেখতে দর্শণার্থীদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে। ছুটির দিন শুক্র ও শনিবার জলহস্তীর সামনে শিশু ও বয়স্কদের কৌতুহলী ভীড়ে সবাইকে ছবি তুলতে দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, ঘুরতে আসা দর্শনার্থীদের ভিড় ছিল জলহস্তীর খাঁচার সামনে। বিপরীতে, অন্য প্রাণীদের খাঁচার সামনে প্রায় ফাঁকা ছিল। চট্টগ্রামের এ চিড়িয়ানায় অনেক নতুন নতুন প্রাণীর সংযোজন হচ্ছে। শিশুদের বিনোদনের জন্য চিড়িয়াখানাটি অতুলনীয়। এখানে আরো কিছু নতুন প্রাণী আসলে চিড়িয়াখানার সৌন্দর্য আরো বাড়বে। এই যেমন জিরাপ, গন্ডার এমন বিরল প্রাণীগুলো থাকলে আরো ভালো লাগবে বলে দর্শণার্থীদের অভিমত।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, শুক্রবার, শনিবার ছুটির দিনে যেমন দর্শনার্থী হয় আজও তাই হয়েছে। তবে ঘুরতে আসা দর্শনার্থীদের বেশি দেখা যায় জলহস্তীর খাঁচার সামনে। সারাদিনই সেখানে ভিড় ছিল।

আরও খবর

Sponsered content