আন্তর্জাতিক

বেনিনে তেলের ডিপোয় বিস্ফোরণ, নিহত ৩৫

  প্রতিনিধি ২৪ সেপ্টেম্বর ২০২৩ , ৬:০৬:৪৫ প্রিন্ট সংস্করণ

বেনিনে তেলের ডিপোয় বিস্ফোরণ, নিহত ৩৫

পশ্চিম আফ্রিকার দেশ বেনিনের একটি তেলের ডিপোতে বিস্ফোরণ থেকে আগুনের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। 

রোববার (২৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় আল জাজিরা।

জানা যায়, এই ডিপোতে পাচার হয়ে আসা জ্বালানী তেল সংরক্ষণ করা হতো।

স্থানীয় কৌসুলী আবদুবাকি আদম-বোংলে এক বিবৃতিতে জানান, ‘আগুনে দোকানটি ধ্বসে পড়ে এবং প্রাথমিক তথ্য অনুযায়ী, এক শিশুসহ ৩৫ জন নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, খুব সম্ভবত ব্যাগ থেকে পেট্রোল ঢালার সময় আগুনের সূত্রপাত হয়। ১২ জনেরও বেশি ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দুর্ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। আল জাজিরা এই ভিডিওর সত্যতা যাচাই করতে পেরেছে।

বেনিনের স্বরাষ্ট্রমন্ত্রী আলাসান সেইদৌউ বলেন, পাচার হওয়া তেল এই আগুনের কারণ।’ তিনি জানান, মরদেহগুলো আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে।

নাইজেরিয়া-বেনিন সীমান্তে তেল চোরাকারবার খুবই সাধারণ ঘটনা হিসেবে বিবেচিত। নাইজেরিয়া এ অঞ্চলের অন্যতম প্রধান তেল উৎপাদনকারী দেশ। সীমান্তবর্তী শহরগুলোতে বেশ কিছু অবৈধ তেল পরিশোধনাগার, তেলের ডিপো ও পাইপলাইন তৈরি হয়েছে, যা প্রায়ই আগুনের কারণ হয়ে দাঁড়ায়।

Powered by