চট্টগ্রাম

প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চট্টগ্রামে সংবাদ সম্মেলন

  প্রতিনিধি ২৪ অক্টোবর ২০২৩ , ৪:৪৮:১৯ প্রিন্ট সংস্করণ

প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চট্টগ্রামে সংবাদ সম্মেলন

বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চট্টগ্রামে সম্মিলিত প্রবারণা পূর্ণিমা উদযাপন পরিষদ এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে।

মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল ১১ টায় চট্টগ্রাম প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সম্মিলিত প্রবারণা পূর্ণিমা উদযাপন পরিষদের সচিব, মহানগর আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক সনত কুমার বড়ুয়া।

এতে বলা হয়, যথাযোগ্য মর্যাদায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের বৃহৎ উৎসব উদযাপনে প্রস্তুতি চলছে। প্রবারণা পূর্ণিমা উৎসব ২৮ অক্টোবর পালিত হবে। কিন্তু এদিন রাজনৈতিক কর্মসূচীর কারণে যাতে উৎসব উদযাপনে বিঘ্ন না ঘটে সেজন্য বিষয়টি বিবেচনায় নিয়ে ২৮ অক্টোবর বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে আন্দোলন কর্মসূচির তারিখ পরিবর্তনের দাবি জানানো হয়েছে।

উক্ত সংবাদ সম্মেলনে উপস্হিত ছিলেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি মিথুন রশ্মি বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ সমিতির সিনিয়র ভাইস চেয়ারম্যান লায়ন আদর্শ কুমার বড়ুয়া, বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ চট্টগ্রাম অঞ্চলের সভাপতি প্রকৌশলী পরিতোষ বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ সমিতি যুব কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক স্বপন কুমার বড়ুয়া, সম্মিলিত প্রবারণা পূর্ণিমা উদযাপন পরিষদের আহবায়ক স্বরূপ বিকাশ বড়ুয়া বিতান, প্রধান সমন্বয়কারী অমরেশ বড়ুয়া চৌধুরী, অর্থ সচিব তাপস বড়ুয়া, কানন চৌধুরী, ভিপি রেবা বড়ুয়া, প্রকৌশলী পলাশ বড়ুয়া, সুজন বড়ুয়া প্রমূখ।

আরও খবর

Sponsered content