প্রতিনিধি ৭ ডিসেম্বর ২০২৩ , ৮:০৫:৪০ প্রিন্ট সংস্করণ
লক্ষ্মীপুর সদর হাসপাতাল রোগী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভাটি বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুরে হাসপাতালটির সিভিল সার্জন কার্যালয়ে হয়। এসময় অর্থাভাবে থাকা ভর্তিকৃত দুঃস্থ রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধ (সরকারি নয়) বিতরণ করে এই সমিতি। জেলা সিভিল সার্জন ও রোগী কল্যাণ সমিতির সভাপতি ডা. আহমদ কবীরের সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ বশির আহম্মদ পাটোয়ারীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, সমিতির সহ-সভাপতি মোহাম্মদ আজিজুল হক।
প্রচার ও সাংগঠনিক সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর লিটন, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফরিদা ইয়াসমিন লিকা, অর্থ সম্পাদক রাজু আহমেদ, সেবা সম্পাদক ডা. আনোয়ার হোসেন। কার্যনির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা এ.কে.এম নুরুল আলম, মোহাম্মদ আলী, পৌর কাউন্সিলর জসিম উদ্দিন মাহমুদ, সাংবাদিক আব্বাস হোসেন, ইসমাইল খান সুজন, মোসাম্মৎ রেহানা বেগম প্রমুখ।
সভায়, সমিতির কার্যক্রম উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে প্রচারের লক্ষ্যে ফেসবুক পেইজ খোলা ও লিপলেট (প্রচারপত্র) বিতরণ করা। সাধারণ মানুষের সম্পৃক্ততা বৃদ্ধিতে সমিতির আজীবন সদস্য হতে উদ্ধুদ্ধ করা। এবং যাকাতের অর্থ সংগ্রহ ও বিত্তবানদের সমিতির আর্থিক ফান্ডে সহযোগিতা করার আহ্বান করা। স্বেচ্ছাসেবী, দাতব্য ও কল্যাণমূখী সমিতি গড়ে তোলাসহ সভায় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ের আলোচনা করা হয়।