দেশজুড়ে

লালপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন

  প্রতিনিধি ৯ ডিসেম্বর ২০২৩ , ৫:১৯:৪৬ প্রিন্ট সংস্করণ

লালপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন

নাটোরের লালপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আন্তর্জতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৩ পালিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার (৯ ডিসেম্বর) সকালে লালপুর উপজেলা চত্ত্বরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে মানববন্ধন ও উপজেলা অডিটরিয়মে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শামিমা সুলতানা। প্রধান আলোচক ছিলেন উপজেলা চেয়ারম্যান ইসাহাক আলী।

বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আরাফাত আমান আজিজ। বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান লাবনী আক্তার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি নূরুল ইসলাম, গোপালপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তানজিম তাবাসসুম নূরী। অনুষ্ঠান পরিচালনা করেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সধারাণ সম্পাদক, ইত্তেফাক এর সাংবাদিক প্রভাষক মোজাম্মেল হক।

আরও খবর

Sponsered content