ঢাকা

গার্মেন্টস শিল্পে মালিক ও শ্রমিকের মধ্যে শিল্প সম্পর্ক উন্নয়নে সংলাপ

  প্রতিনিধি ১২ ডিসেম্বর ২০২৩ , ৩:৩২:০৭ প্রিন্ট সংস্করণ

গার্মেন্টস শিল্পে মালিক ও শ্রমিকের মধ্যে শিল্প সম্পর্ক উন্নয়নে সংলাপ

আশুলিয়ায় “গার্মেন্টস শিল্প এবং শিল্প সম্পর্ক উন্নয়নে ট্রেড ইউনিয়ন এবং সিবিএ’র ভূমিকা” শীর্ষক সামাজিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে আশুলিয়ার বারইপাড়া হোপ সেন্টারে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এই সামাজিক সংলাপ অনুষ্ঠিত হয়। 

এসময় মতামত প্রদান এবং অভিজ্ঞতা তুলে ধরেন এ শিল্প অঞ্চলের ১০টি গার্মেন্টসের ম্যানেজমেন্ট এবং ইউনিয়ন প্রতিনিধি বৃন্দ ।

প্রধান অতিথি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের সংসদীয় কমিটির সদস্য (এমপি) শামসুন নাহার ভূঁইয়া’র উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি আমিরুল হক আমিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বিকেএমইএ’র সভাপতি ফজলে শামীম এহসান, স্টান্ডিং কমিটি অন লেবার এন্ড আইএলও এ্যাফেয়ার্স বিজিএমইএ’র চেয়ারম্যান আ ন ম সাইফুদ্দিন, স্টান্ডিং কমিটি অন লেবার আরবিট্রেশন সেল বিজিএমইএ’র চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম।

জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন

সাংগঠনিক সম্পাদক মোঃ ফরিদুল ইসলামসহ বিভিন্ন শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। 

আরও খবর

Sponsered content